বিচারব্যবস্থার দীর্ঘসূত্রিতা কাটাতে নয়া উদ্যোগ সুপ্রিম কোর্টের। এবার হাই কোর্ট গুলিতে অস্থায়ী ভিত্তিতে বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত। ২২৪-এ ধারা অনুসারে শীর্ষ আদালত অ্যাড হক বিচারপতি নিয়োগ করতে পারে। মূলত ফৌজদারি মামলার দ্রুত নিস্পত্তির লক্ষ্যে অস্থায়ী বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আসলে বিচারপতি এবং বিচারবিভাগের কর্মীর অভাবে বছরের পর বছর দেশের বিভিন্ন হাই কোর্টে হাজার হাজার মামলা ঝুলে। এর মধ্যে অনেক ফৌজদারি মামলা রয়েছে। অন্তত ফৌজদারি মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন বলে মনে করছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশের হাই কোর্টে ৩৫ বছরের পুরনো মামলাও ঝুলে রয়েছে। বিভিন্ন রাজ্যের হাই কোর্টে ঝুলে থাকা মামলার পরিমাণ কয়েক লক্ষ। দ্রুত বিচারপতি নিয়োগ না হলে এই মামলার নিষ্পত্তি সম্ভব নয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন