কোচ হয়ে আসার পর গৌতম গম্ভীর নিজেই বেছে নিয়েছিলেন সাপোর্ট স্টাফেদের। কিন্তু ছ-সাত মাস পরেও তেমন সাফল্য পাওয়া যায়নি। তাই এ বার সাপোর্ট স্টাফদের দল বাড়তে চলেছে। যাঁরা রয়েছেন তাঁদের পাশাপাশি নতুন কয়েক জনকে দলে যুক্ত করা হতে পারে। গম্ভীরের পছন্দের নয়, তাঁদের নিয়োগ করবে সরাসরি বোর্ডই।
কেকেআরে যাঁদের নিয়ে ট্রফি জিতেছিলেন, সেই সাপোর্ট স্টাফদের সবাইকে ভারতীয় দলে নিয়ে গিয়েছিলেন গম্ভীর। অভিষেক নায়ার (সহকারী ও ব্যাটিং কোচ) এবং রায়ান টেন দুশখাতেকে (সহকারী কোচ) নিয়েছিলেন। লখনউয়ে মর্নি মর্কেলের (বোলিং কোচ) সঙ্গে কাজ করেছিলেন গম্ভীর। আগের সাপোর্ট স্টাফদের মধ্যে থেকে গিয়েছেন শুধু ফিল্ডিং কোচ টি দিলীপ।
সেই দলেই নতুন মুখ যোগ করতে চাইছে বোর্ড। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ঘরোয়া ক্রিকেটে সাফল্য পাওয়া বড় নামেদের সঙ্গে আলোচনা চলছে। কোচিং দলকে আরও শক্তিশালী করার চেষ্টা চলছে। অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের পর গোটা কোচিং স্টাফদের নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে অভিষেক। বিরাট কোহলি বার বার একই ভাবে আউট হওয়ার পরেও কেন তাঁকে সতর্ক করে দেননি সে নিয়ে প্রশ্ন উঠেছে।
গত ১১ জানুয়ারি মুম্বইয়ে বোর্ডের বৈঠকে সাপোর্ট স্টাফদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এখনই সবাইকে বদলে দেওয়ার ভাবনাচিন্তা নেই। তবে অন্য কাউকে এনে একটা ভিন্ন মতামত নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন