প্রায় ২০ বছরের সম্পর্কে ভাঙন। বিবাহবিচ্ছেদের পথে বীরেন্দ্র সহবাগ এবং তাঁর স্ত্রী আরতি আহলাওয়াত। ২০০৪ সালে বিয়ে হয়েছিল তাঁদের। কিন্তু গত কয়েক মাস ধরে তাঁরা আলাদা থাকছেন বলে জানা গিয়েছে। কিছু দিনের মধ্যে বিবাহবিচ্ছেদও হতে পারে বলে শোনা যাচ্ছে। ভারতের প্রাক্তন ক্রিকেটার সহবাগ পরিচিত ছিলেন তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের জন্য। ভারতের হয়ে টেস্ট এবং এক দিনের ক্রিকেটে খেলেছেন দাপটের সঙ্গে। ২০০৭ সালে সহবাগ এবং আরতির প্রথম সন্তান আর্যবীরের জন্ম হয়। সে এখন ক্রিকেট খেলে। বয়সভিত্তিক ঘরোয়া ক্রিকেটে ইতিমধ্যে নজর কাড়তে শুরু করেছেন। ২০১০ সালে সহবাগের দ্বিতীয় সন্তান বেদান্তের জন্ম হয়। দীর্ঘ ২০ বছরের বৈবাহিক সম্পর্কের এ বার ইতি হতে চলেছে বলে এক সংবাদমাধ্যম সূত্রে খবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন