তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার কয়েক ঘন্টা পরেই মুখ খুললেন চিকিৎসক নেতা শান্তনু সেন। দাবি করলেন, দল বিরোধী কোনও কাজই তিনি করেননি। কটাক্ষের সুরে বললেন, তাঁর বাড়িতে ইডি, সিবিআই-এর তল্লাশি হয়নি৷ কোনও দুর্নীতিতেও তাঁর নাম জড়ায়নি। তার পরেও কেন তাঁকে দলের রোষে পড়তে হল, পাল্টা সেই প্রশ্নই তুলেছেন শান্তনু। একই সঙ্গে অবশ্য তিনি জানিয়েছেন, দলের পক্ষ থেকে যদি নির্দিষ্ট ভাবে তাঁকে জানানো হয় কেন তাঁকে শাস্তি পেতে হল, তাহলে ক্ষমা চাইতেও তিনি তৈরি।
এ দিনই শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে সাসপেন্ড করার কথা জানিয়েছে তৃণমূল। আরজি কর কাণ্ডের মাঝেই শান্তনুকে দলীয় মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। শান্তনু অবশ্য পাল্টা দাবি করেছেন, আরজি কর হাসপাতালে দুর্নীতি এবং অনিয়ম নিয়ে অনেক দিন আগেই দলীয় নেতৃত্বকে সবিস্তারে জানিয়েছিলেন তিনি। যে কারণে হুমকি এবং মানসিক নির্যাতনের মুখে পড়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন