দ্বিতীয় দিনে শুরুতে কিছুটা আশা জাগিয়েছিলেন বোলাররা। আবার সিডনিতে দ্বিতীয় দিনে চিন্তায় রাখল সেই ব্যাটিং। ভারতের রান ৬ উইকেট হারিয়ে ১৪১। লিড রয়েছে ১৪৫ রানের। অপরাজিত আছেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। ঋষভ পন্থের ৩৩ বলে বিধ্বংসী ৬১ রানের ইনিংস অস্ট্রেলিয়ার যাবতীয় পরিকল্পনা মাঠেই মেরে দেয়। তৃতীয় দিনে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে জাদেজা-সুন্দরদের। যাতে ম্যাচ জেতার জন্য ফের লড়াই করতে পারেন বোলাররা।
প্রথম দিনে টিম ইন্ডিয়ার ইনিংস গুঁটিয়ে যায় মাত্র ১৮৫ রানে। দিনের শেষে বলে খোয়াজাকে ফিরিয়ে দিয়েছিলেন বুমরাহ। দ্বিতীয় দিনেও সেই দাপট জারি রাখলেন ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়ার ইনিংসকে তারা থামিয়ে দেন মাত্র ১৮১ রানে। বুমরাহ, নীতীশ কুমার রেড্ডিরা পেলেন দুটি করে উইকেট। তিনটি করে উইকেট পান মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। গুরুত্বপূর্ণ ৪ রানের লিড পায় ভারত।
ব্যাটিংয়ের শুরুটা দেখে মনে হয়েছিল, বড় রানের লিড আসতে চলেছে। কামিন্সের এক ওভারে টানা চারটি চার হাঁকিয়ে মঞ্চ তৈরি করে দিয়েছিলেন যশস্বী। বোঝাই যাচ্ছিল, পালটা আক্রমণের রাস্তায় হাঁটছে টিম ইন্ডিয়া। তারপরই সিডনির সবুজ উইকেটে বিষ ছড়ানো শুরু করলেন স্কট বোলান্ড। শুরুটা হল কেএল রাহুলকে। অজি বোলারের ইন সুইংয়ে রাহুলকে বোকা বানিয়ে উইকেট ছিটকে দেয়। কিছুক্ষণের মধ্যে ফের ধাক্কা। এবার বোলান্ডের শিকার যশস্বী। ৩৫ বলে ২২ রানে ফিরলেন তিনি। এর পরে বিরাট সহ তারকা ব্যাটাররা আউট হতে শুরু করেন। তবে এদিন বিধ্বংসী ব্যাটিং করেন পন্থ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন