আরজি কর মামলায় দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার দাবিতে রাজ্যের আবেদন গ্রহণ করা হবে কি না, তা জানা যাবে সোমবার। আজ, বুধবার মামলার শুনানিতে এমনটাই জানায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বির রাশিদির ডিভিশন বেঞ্চ।
বিচারপতি রাজ্যের তরফে আইনজীবী দেবাশিস রায়কে জিজ্ঞাস করেন রাজ্যের এই মামলা সম্পর্কে নির্যাতিতার পরিবার কিছু জানে কি না ? উত্তরে তিনি জানান, এই মামলা সম্পর্কে কিছু জানেন না নির্যাতিতার মা-বাবা। সরকারি আইনজীবীর এই মন্তব্যের পর বিচারপতি দেবাংশু বসাক জানান সোমবার রাজ্যের এই আবেদন গ্রহণ করা হলে, নির্যাতিতার পরিবারের বক্তব্য শুনতে চান তিনি।
অন্যদিকে, মামলার শুনানির শুরুতেই রাজ্যের আবেদনে অসম্মতি দেখান সিবিআই-এর আইনজীবী রাজদীপ মজুমদার। তিনি জানান, একমাত্র তদন্তকারী সংস্থাই পারে নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে আবেদন জানাতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন