আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার খুন এবং ধর্ষণ মামলায় আসামি সঞ্জয় রাইকে আমৃত্যু কারাবাসের শাস্তি ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। আজ, সোমবার এই রায় ঘোষণা করেছে আদালত। তবে শনিবারও আদালতে একাধিক যুক্তি দেওয়ার চেষ্টা করেছিল সঞ্জয়। যা অব্যাহত রইল সোমবার, শাস্তি ঘোষণার দিনও। নিজের পক্ষে যুক্তি দিতে গিয়ে সঞ্জয় রাই বলে, "ওই রুমে ওই সময়ে আমার পক্ষে ওই অপরাধ করা সম্ভব নয় স্যর, আমায় ফাঁসানো হয়েছে। আগেও বলেছি, আবারও বলছি।" সঞ্জয় এদিন আরও বলেন, "আমাকে অত্যাচার করা হয়েছে হেফাজতে। কলকাতা পুলিশ থেকে সিবিআই হেফাজতে নেওয়ার পর আমার মেডিক্যাল করাতে বারবার ঘোরানো হয়েছে। কোথাও কিছু পাওয়া যায়নি।"
সোমবার প্রথমে নানা পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনেন বিচারক অনির্বাণ দাস। প্রায় আধ ঘণ্টা সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারক জানান, দুপুর পৌনে তিনটের সময় শাস্তি ঘোষণা হবে। আর সেই শাস্তি ঘোষণা করতে গিয়ে বিচারক জানান, এই অপরাধ বিরলতম নয়। সঞ্জয় রাইকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন