পাঞ্জিপাড়া কাণ্ডের মূল অভিযুক্ত নিহত পুলিশের এনকাউন্টারে। সাত সকালে বাংলাদেশে পালানোর সময় তাঁকে পুলিশের গুলিতে নিহত হন সাজ্জাক আলম। এমন খবর পাওয়া গিয়েছে পুলিশ সূত্রে। তিন থেকে চার রাউন্ড গুলি চালানো হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, পালানোর সময় সাজ্জাক পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। তারই জবাব দিতে গিয়ে পুলিশ পাল্টা গুলি চালায়। ডিজি রাজীব কুমার বার্তা দিয়েছিলেন আগেই। এবার পুলিশের 'অ্যাকশন'কে স্বাগত জানাচ্ছে বিরোধীদের একাংশ। গত বুধবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় আসামি সাজ্জাক আলম। গুলিতে আহত হন দুই পুলিশকর্মী। উত্তরবঙ্গের এক বেসরকারি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। ওই ঘটনার পরই পাঞ্জিপাড়ায় যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সেখানে গিয়ে তিনি বলেন, "আমরা একটা ভাল জবাব দেব। আমাদের একটা গুলি চালালে, আমরা চারটে গুলি চালাব।" পুলিশের মনোবল বাড়াতেই ওই বার্তা দেন তিনি। আর সেই বার্তা দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই এনকাউন্টারে নিহত সাজ্জাক।
বিরোধীদের অনেকেই পুলিশের এই ভূমিকাকে স্বাগত জানাচ্ছে। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "গুলি চালালে গুলি খেতে হবে। সব ক্ষেত্রেই যেন এটা হয়। পুলিশ যা করেছে ঠিক করেছে। পুলিশ গুলি খাবে, আর তারপরও বসে বসে দেখবে, সেটা হয় না।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন