বিধায়ককে সেভাবে এলাকায় দেখা যায় না। এমনটাই অভিযোগ সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, "আমি তো ওঁকে দেখতে পাইনি। এর আগে আমি নিজে ওঁকে বলেছি, আমাদের অনুষ্ঠান হলে আপনি আসবেন, কিন্তু উনি আসেন না। কী বলব বলুন? উনি এলে আমরা খুশি হতাম।" বৃহস্পতিবার বলাগড়ে গিয়েও যখন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর দেখা মেলেনি, তখন কিছুটা অসন্তুষ্টই হয়েছিলেন রচনা। তারপর মিটল জটিলতা। এলেন বিধায়কও। রচনা বললেন 'উনি বেবি হয়ে গিয়েছেন।' বৃহস্পতিবার 'গঙ্গা ফ্লাড কন্ট্রোল' কমিশনের সদস্যদের নিয়ে বলাগড়ে গঙ্গা ভাঙন পরিদর্শনে যান রচনা। কিন্তু তাঁর কর্মসূচিতে এলাকার অন্যান্য প্রতিনিধিদের দেখা গেলেও বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে দেখা যায়নি। কেন এলাকার বিধায়ককে আজ দেখা গেল না, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রচনা বলেন, "উনি তো কোথাও আসেন না। আমরা সবাইকে জানিয়েই এসেছিলাম। কী বলব বলুন? উনি এলে আমরা খুশি হতাম।" ফোনে সেভাবে যোগাযোগ নেই, তাই বিধায়ক কেন আসেননি সেটাও জানতেন না রচনা।
এরপর বলাগড় থেকে ফিরে সুগন্ধায় তাঁর অফিসে বিধায়ককে ডেকে পাঠান রচনা। ফোন পেয়ে পৌঁছে যান বিধায়ক। সাংসদের অফিস থেকে বেরনোর মনোরঞ্জন বলেন, "উনি সাংসদ হিসেবে আমার কাজের হিসেব চাইতেই পারেন। আমি যা যা কাজ করেছি তার হিসেব দিয়ে দেব।" তিনি দাবি করেন, তাঁকে ডাকা হয় না, তাই তিনি যাননি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন