সম্প্রতি প্রাথমিক স্তরে পরীক্ষা পদ্ধতি বদলের ঘোষণা করেছিল পর্ষদ। বছরের শুরুতে পর্ষদের সেই ঘোষণাকে বাতিল করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের শীর্ষ স্তরে আলোচনা না করে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রকাশ্যে ধমকও শুনতে হল মুখ্যমন্ত্রীর।
নবান্ন সভাঘরে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এক এক করে বিভিন্ন দফতর ধরে কাজের হিসাব নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষা দফতরের পালা আসতেই প্রাথমিকে পরীক্ষা ব্যবস্থা বদলের ঘোষণা নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দেন, প্রাথমিকে কোনও সিমেস্টার হবে না! কী ভাবে ওই ঘোষণা হল, কেন মুখ্যমন্ত্রীকে বা মুখ্যসচিবকে বিষয়টি জানায়নি শিক্ষা দফতর, তা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্যকে সর্বসমক্ষেই ভর্ৎসনা করেন মমতা। শিক্ষামন্ত্রী প্রথমে জবাব দিতে গিয়ে বলেন,"মুখ্যসচিবের কাছে জমা দেওয়া হয়েছে। আপনি অনুমোদন না দিলে বিজ্ঞপ্তি জারি হবে না।" সেই জবাব শুনে আরও ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "অনুমোদন হয়নি তো কাগজে বেরোল কী করে? যা মেসেজ (বার্তা) যাওয়ার তো চলে গেল!" প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমক শোনার পরে ব্রাত্যকে দৃশ্যতই ওই সময় বিড়ম্বিত দেখিয়েছে। এর পরে শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, প্রাথমিকে সিমেস্টার পদ্ধতি চালু হবে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন