রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএমের আইসিসিইউতে রাখা হয়েছে বলে হিসপিটাল সূত্রে খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার নতুন করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শরীরে বেশকিছু সমস্যা দেখা দিয়েছে। সেই কারণেই পার্থকে আইসিসিইউতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে প্রেসিডেন্সি জেল থেকে গত ২০ জানুয়ারি পার্থকে এসএসকেএমে ভর্তি করানো হয়েছিল। বৃহস্পতিবার তাঁর অবস্থার আরও অবনতি হল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পার্থের কিডনি এবং ফুসফুসে সমস্যা রয়েছে। শরীরে ক্রিয়েটিনিনের মাত্রাতেও গোলমাল হচ্ছে। ওঠানামা করছে পটাশিয়াম, সোডিয়ামের পরিমাণ। আইসিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁকে নজরে রেখেছেন। প্রসঙ্গত,
নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত পার্থ গত আড়াই বছর ধরে জেলে। ২০২২ সালের ২২ জুলাই তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা। ইডির পাশাপাশি পরে সিবিআইয়ের হাতেও গ্রেফতার হন পার্থ। জেলের ভিতর একাধিক বার তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন