হাসপাতালেই হার্ট অ্যাটাক পার্থ চট্টোপাধ্যায়ের। বর্তমানে মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে খবর পাওয়া গিয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। যদিও সংকট এখনও কাটেনি বলে বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। হাসাপাতাল সূত্রে খবর, একটি মাইল্ড অ্যাটাক হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। এই মুহূর্তে কার্ডিয়োলজিস্ট অনুপ খৈতান তাঁকে দেখছেন। মঙ্গলবার এসএসকেএম হাসপাতাল থেকে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আদালতের নির্দেশ মেনেই তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন