পুণ্য অর্জন সঙ্গে সঙ্গে মিলবে বড় পুরস্কারও। পথ দুর্ঘটনায় আহতকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিলে সেই ব্যক্তিকে ২৫ হাজার টাকা পুরস্কার দেবে সরকার। সম্প্রতি এমনই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতীন গড়করি। মূলত, রাস্তায় দুর্ঘটনায় আহত কাউকে দেখে পথচারিরা যাতে মুখ ফিরিয়ে চলে না যান তার জন্যই এই উদ্যোগ সরকারের।
দেশজুড়ে বেড়ে চলা পথ দুর্ঘটনায় রাশ টানতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যে ২০২১ সালে এক প্রকল্প চালু করা হয়েছিল কেন্দ্রের তরফে। যার মাধ্যমে দুর্ঘটনায় আহত কাউকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেই ব্যক্তিকে ৫ হাজার টাকা ও প্রশংসাপত্র দেওয়া হত। মূলত দুর্ঘটনার পর প্রথম এক ঘণ্টাকে ‘'গোল্ডেন আওয়ার' হিসেবে উল্লেখ করা হয়। এই সময়ের মধ্যে আহত হাসপাতালে চিকিৎসা পেলে প্রাণে বাঁচার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। দুর্ঘটনায় আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠাতে দেশবাসীকে উৎসাহ দিতে এবার এমন গুরুত্বপূর্ণ পুরস্কারের টাকা বাড়ানোর ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন