মোস্ট এলিজিবল ব্যাচেলার'-এর তকমা ঘুচল। মিডিয়াকে ঘুণাক্ষরে জানতে না দিয়ে গোপনে বিয়ে সারলেন নীরজ চোপড়া। রবিবার ইনস্টাগ্রামে নিজেই বিয়ের কথা জানালেন অলিম্পিকে জোড়া পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার। ওই পোস্টে বিয়ের অনুষ্ঠানের ঝলমলে ছবিও দিয়েছেন তিনি। পাত্রী কে?
ইনস্টাগ্রামের পোস্টে ভক্তদের উদ্দেশে বার্তায় প্রেমিক নীরজকে পাওয়া গেল এদিন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, 'আমার পরিবারের সঙ্গে জীবনের নতুন অধ্যায়। প্রতিটি আশীর্বাদের জন্য কৃতজ্ঞ যা আমাদের এই মুহুর্তটিতে পৌঁছে দিল। ভালোবাসার বন্ধনে আবব্ধ হলাম, সারা জীবনের মতো।" জ্যাভলিনের মতোই ভালোবাসার লক্ষ্যেও যে নীরজ অবিচল, তা তাঁর এভাবে চুপিসারে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়াতেই স্পষ্ট হয়ে গেল। ইনস্টাগ্রামে পোস্টের একদম শেষে জানানো হয়েছে কনের নাম হিমানি। হিন্দিতে লেখা হয়েছে নীরজ, মাঝে হৃদয়ের ইমোজি, তারপর হিমানি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন