মহাকুম্ভের বিপর্যয় নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় সমস্ত রাজ্যকেই শিক্ষা নেওয়ার আর্জি। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানির আর্জি জানানো হতে পারে।
মৌনি অমাবস্যায় মহাকুম্ভে স্নান করতে গিয়ে, অত্যাধিক ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০ জনের। আহত ৬০ জন। এই ঘটনা নিয়েই বিশাল তিওয়ারি নামক এক সুপ্রিম কোর্টের আইনজীবী জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তিনি দাবি করেছেন, উত্তর প্রদেশের মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনার স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে। আদালতে আর্জিতে আরও বলা হয়েছে, কুম্ভমেলায় সমস্ত রাজ্যের নিজস্ব সেন্টার রাখতে হবে। ইমার্জেন্সির সময় যাতে সব রকমের সাহায্য করা যায়। ঘোষণার জন্যও আলাদা ব্যবস্থা রাখা উচিত। দিক নির্দেশের জন্য রাস্তায় বোর্ডের ব্যবস্থা করা উচিত। সেই বোর্ড যেন আঞ্চলিক ভাষায় হয়, যাতে সাধারণ মানুষ সেই নোটিস বা বোর্ডের লেখনি পড়তে পারেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন