"বাংলায় কোনও জঙ্গি নেই, এখানে সন্ত্রাস ক্রিয়েট করা হচ্ছে। মুর্শিদাবাদে জঙ্গি তৈরি করে দেওয়া হয়েছে। এই জঙ্গিটা কারা তৈরি করেছে? ক্রিয়েটেড। বাংলায় সন্ত্রাস নেই। শুভেন্দু অধিকারী মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, রাতেরবেলায় বস্তায় ভরে টাকা এনেছেন।" ঠিক একদিন আগে এই বিস্ফোরক অভিযোগ করতে দেখা গিয়েছিল রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে। এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, বাংলায় জঙ্গি ঢোকাচ্ছেন উত্তর পূর্বের মন্ত্রী সুকান্ত। এমনকী তিনি অনুপ্রবেশকারীদের ভোটে জিতেছেন বলেও তীব্র কটাক্ষবাণ শানান তিনি। যদিও পাল্টা প্রতিক্রিয়ায় কল্যাণের মানসিক সুস্থতা কামনা করেছেন সুকান্ত।
প্রসঙ্গত, বাংলাদেশে উত্তেজনার রেশ ছড়িয়েছে এপার বাংলাতেও। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে আরও সক্রিয় হয়েছে বিএসএফ। এরইমধ্যে বাংলার একাধিক প্রান্তে লাগাতার কুখ্যাত সব জঙ্গি ধরা পড়তেই উদ্বেগ আরও বেড়েছে। এরইমধ্যে কল্যাণের মন্তব্যে নতুন করে শুরু হয়ে গিয়েছে চাপানউতোর। কল্যাণের কথায়,"দিল্লি পুলিশ মানে অমিত শাহর পুলিশ। কেন্দ্র যা বলেছে সেই অনুযায়ী বিএসএফের ব্যর্থতা স্পষ্ট। উত্তর পূর্ব দিয়ে বাংলাদেশিরা ঢুকছে। নর্থ ইস্টের মন্ত্রী সুকান্ত। তার মানে উনিই করাচ্ছেন এসব। জঙ্গি আনাচ্ছেন। সুকান্ত যে ১০ হাজার ভোটে জিতেছেন সেটা অনুপ্রবেশকারীদের ভোটে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন