খাদ্য ও পিঠেপুলি উৎসবে সঙ্গীতশিল্পী জোজোর অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা কালনায়। প্রবল ভিড়ে পড়ে গিয়ে আহত হলেন বেশ কয়েকজন দর্শক। রবিবার রাতে গান শুনতে গিয়ে সঙ্গীত অনুরাগীদের এমন ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে পুলিশও লাঠিচার্জ করে। আহতদের মধ্যে ৬ জনকে ভর্তি করা হয় কালনা হাসপাতালে। তাঁদের মধ্যে ২ জনকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।
রবিবার ঘড়ির কাঁটায় ঠিক রাত ৯টা হবে। কালনা খাদ্য ও পিঠেপুলি উৎসবের অনুষ্ঠান মঞ্চে ছিলেন সঙ্গীতশিল্পী জোজো। এর পাশাপাশি অনুষ্ঠানে ওইদিন উপস্থিত ছিলেন পলক মুছলও। তাঁদের আকর্ষণে খাদ্য ও পিঠেপুলি উৎসবে ভিড় জমান অগণিত মানুষ। প্রচুর জনতার ভিড় সামলাতে গিয়ে কার্যত হিমশিম খেয়ে যায় পুলিশ। সে কারণে রাতে উৎসব প্রাঙ্গণের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। একদিকে বাইরে থেকে বেশি সংখ্যক লোক উৎসব প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করেন। আবার উলটো দিকে ভিড়ে অস্বস্তি হওয়ায় অনেকেই উৎসব প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। তার ফলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ধাক্কাধাক্কিতে অনেকে পড়ে যান। তাঁদের উপর দিয়ে আবার প্রবেশ, বেরনোর চেষ্টা করেন কেউ কেউ। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জও করে পুলিশ। তার ফলে কমপক্ষে ৬ জন জখম হন। তাঁদের মধ্যে ২ জনের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন