এবার বিদেশি সার্জেনের সঙ্গে পরামর্শ করলেন জশপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়া সফর থেকেই পিঠের চোটে বেশ কাবু তারকা পেসার। আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি খেলতে পারবেন কিনা সেই নিয়ে সংশয় দেখা দিয়েছে। এহেন পরিস্থিতিতে নিউজিল্যান্ডের বিখ্যাত সার্জেন রোয়ান শাউটেনের সঙ্গে যোগাযোগ করেছেন তারকা পেসার।
একটি সর্বভারতীয় সংবাদপত্রের দাবি, দিনকয়েক আগেই বিখ্যাত অর্থোপেডিক সার্জেনের সঙ্গে আলোচনা করেছেন বুমরাহ। গোটা বিষয়টি জানানো হয়েছে বিসিসিআইকেও। সূত্রের খবর, বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন কিনা সেই নিয়ে বিশেষ শর্ত দিয়েছেন রোয়ান। তাঁর মতে, তারকা পেসার যদি বল করার পরে পিঠে ব্যথা অনুভব না করেন, তাহলে মেগা টুর্নামেন্টে নামতে পারবেন বুমরাহ। জাতীয় দলের নির্বাচক এবং বিসিসিআই কর্তাদেরও জানানো হয়েছে পুরো বিষয়টি। আগামী দিনে কীভাবে বুমরাহর চিকিৎসা হচ্ছে, সেদিকেও নজর রাখছে বোর্ড। উল্লেখ্য, চলতি সপ্তাহেই হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করবে ভারত। সেই স্কোয়াডে বুমরাহকে রাখা যাবে কিনা, সেই নিয়ে জটিলতা ক্রমেই বাড়ছে। সূত্র মারফত জানা গিয়েছিল, চলতি মাসে ইংল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হবে বুমরাহকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন