বাংলাদেশে ফের খারিজ হয়ে গেল চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন। বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা আদালতের বিচারক ধৃত সন্ন্যাসীর জামিনের আবেদন নামঞ্জুর করে দেন।
প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর রাষ্ট্রদোহের মামলায় চিন্ময়কৃষ্ণকে গ্রেফতার করে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পুলিশ। মামলা শুরু হলে ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে খারিজ হয় তাঁর জামিনের আবেদন। তার জেরে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর।
গত ৩ ডিসেম্বর আদালতে শুনানি থাকলেও জামাত-সহ কট্টরপন্থী সংগঠনগুলির হুমকির জেরে চিন্ময়কৃষ্ণের পক্ষে কোনও আইনজীবী এজলাসে হাজির থাকতে পারেননি বলে অভিযোগ। ১২ ডিসেম্বরও তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছিল। চিন্ময়কৃষ্ণের প্রথম আইনজীবী শুভাশিস শর্মা গ্রেফতারি এড়াতে আত্মগোপন করেছেন। তাঁর দ্বিতীয় আইনজীবী রবীন্দ্র দাস বুকে ব্যথা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার অপূর্বকুমার ভট্টাচার্যের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল চিন্ময়কৃষ্ণের পক্ষে জামিনের সওয়াল করতে গিয়েছিলেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন