দু-বছর আগে এই মামলাতেই জামিন নিতে গিয়ে আদালত চত্বরেই গ্রেফতার হয়েছিলেন তিনি। শুক্রবার পাক দুর্নীতি দমন আদালত সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা 'পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ' (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা প্রধান ইমরান খানকে সেই আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে ১৪ বছর জেলের সাজা দিল। ইমরানের স্ত্রী বুশরা বিবিকেও এই মামলায় দোষী হিসাবে চিহ্নিত করেছে আদালত। তাঁর সাত বছরের জেল হয়েছে। পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আটা বন্দিয়াল ২০২৩ সালের মে মাসে আদালত চত্বর থেকে ইমরানের গ্রেফতারিকে অবৈধ বলেছিলেন। এর পরে লাহৌর হাই কোর্ট ইমরানের জামিনের আর্জিও মঞ্জুর করেছিল। কিন্তু রাষ্ট্রদ্রোহ-সহ একাধিক মামলায় অভিযুক্ত পিটিআই প্রধান জেল থেকে মুক্তি পাননি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন