আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা হল ডোনাল্ড ট্রাম্পের। সূত্রের খবর, ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একযোগে কাজ করার বিষয়ে এই দুই হেভি ওয়েটের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে।
ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলার পরই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মোদি। সেখানে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, 'আমার প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে খুবই আনন্দিত৷ ঐতিহাসিক প্রত্যাবর্তনের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দু-দেশের পক্ষেই উপযোগী এবং বিশ্বস্ত একটি সম্পর্ক গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। নিজেদের দেশের মানুষ এবং গোটা বিশ্বের শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার জন্য আমরা একযোগে কাজ করব।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন