উত্তরবঙ্গ সফরে এসে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয়না। কিন্তু আমরা ভিক্ষা চাইনা। আমরা সম্মানের সঙ্গে লড়াই করি। আপনারা বাড়ি পাবেন। আমরা চা-বাগানে পাট্টা দিচ্ছি। এরপরে জমি এবং বাড়িও পাবেন।" মাদারিহাটে বিপুল ভোটে জয়লাভের জন্য ওই এলাকার মানুষকে অসংখ্য ধন্যবাদ জানান মমতা। তিনি বলেন, "মাদারিহাটের মানুষকে অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি। আমাদের আপনারা প্রথম বার জিতিয়েছেন।" এর পরে তাঁর কথায় উঠে আসে উচ্ছেদ প্রসঙ্গও। সেই বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, "জয়গাঁয় কোনও উচ্ছেদ হবে না। আমরা বিকল্প রাস্তা দেখছি।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন