সিডনি টেস্টে টস করতে নামলেন জসপ্রীত বুমরাহ। ভারতকে শেষ টেস্টে নেতৃত্ব দেবেন তিনিই। প্রথম একাদশে নেই রোহিত শর্মা। বৃহস্পতিবার থেকেই জল্পনা ছিল যে, তাঁকে শেষ টেস্টে খেলানো হবে না। সেটাই সত্যি হল। বুমরাহ জানালেন রোহিত বিশ্রাম নিয়েছেন। ভারতীয় দলে ফিরলেন শুভমন গিল। রোহিত নিজেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বুমরাহ। রোহিতের বদলে দলে এলেন শুভমন। চোটের কারণে নেই আকাশ দীপ।সেই জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণ দলে জায়গা পেয়েছেন।
আগেই জানা গিয়েছিল যে, রোহিত সিডনি টেস্ট খেলবেন না। শুক্রবার সকাল বুমরাহ ব্লেজার পরে মাঠে নামতেই অল্পনা স্পষ্ট হয়ে যায়। ভারতীয় পেসারই সিডনিতে নেতৃত্ব দেবেন দলকে। প্রথম টেস্টেও তিনিই নেতৃত্ব দিয়েছিলেন দলকে। সেই ম্যাচে খেলেননি রোহিত। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য ভারতে ছিলেন তিনি। সেই জন্য নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। কিন্তু শুক্রবার রোহিত সিডনিতে থাকলেও খেলবেন না। ভারতের প্রথম একাদশে রোহিত বাদ যাওয়ায় যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল ওপেন করবেন। তিন নম্বরে নামবেন শুভমন। চার নম্বরে খেলবেন বিরাট কোহলি। পাঁচ নম্বরে ব্যাট করবেন উইকেটরক্ষক ঋষভ পন্থ। দলে রয়েছেন নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন