এবার অপ্রয়োজনীয় কারণে ডেটা রিচার্জের খরচ থেকে রেহাই মিলতে চলেছে গ্রাহকদের। মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থা Bharti Airtel, Reliance Jio, এবং Vi (Vodafone Idea) এবার চালু করতে চলেছে নতুন প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকদের প্রয়োজন না-হলে ইন্টারনেট প্যাক রিচার্জ করাতে হবে না। শুধুমাত্র কলিং এবং এসএমএস সুবিধা উপবোগ করতে পারবেন। এর ফলে অ্যাক্টিভ থাকবে সিমকার্ড।
ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটির (TRAI) জারি করা নির্দেশিকার পর এই প্ল্যান চালু করেছে টেলিকম সংস্থাগুলি। ট্রাইয়ের নির্দেশিকা অনুযায়ী, টেলিকম সংস্থাগুলি তাদের গ্রাহকদের ডেটা প্যাক রিচার্জে বাধ্য করতে পরাবে না। গ্রাহকরা তাঁদের প্রয়োজন অনুযায়ী কলিং এবং এসএমএসের জন্য প্যাক রিচার্জ করতে পারবেন। এর ফলে গ্রাহকদের মোবাইল খরচ অনেক কমবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন