"সবার প্রার্থনায় আমার বাবা এখন আগের থেকে অনেকটা সুস্থ।" খবর দিলেন শিখা তালসানিয়া। শনিবার এসেছিল খবরটা। আচমকাই অসুস্থ অভিনেতা টিকু তালসানিয়া। সঙ্কটজনক অবস্থায় হাসপাকালে ভর্তি করানো হয়েছে অভিনেতা। সূত্রের খবর, শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন এই অভিনেতা। সঙ্গে সঙ্গেই তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। বর্তমানে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। রবিবার সবাইকে আশ্বস্ত করেছেন তাঁর কন্যা। তিনি ইনস্টাগ্রামে লেখেন, "আমার বাবার জন্য যাঁরা যাঁরা প্রার্থনা করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। বাবা এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছেন।" সেই সঙ্গে নার্সিংহোমের চিকিত্সক এবং বাকি স্টাফেদেরও ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য,অভিনয়ের জগতে তাঁর যাত্রা শুরু হয়েছিল থিয়েটারের মঞ্চ থেকে। গুজরাটি থিয়েটারে অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভার পরিচয় দেন তিনি। পরে বলিউডে পা রেখে একের পর এক কৌতুক চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন। ১৯৮৮ সালে রাজীব মেহরার পরিচালিত 'প্যায়ার কে দো পল' ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন টিকু।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন