কলকাতায় ঠিক এই সময়ে এক অনুষ্ঠানে আসার কথা ছিল উস্তাদ জাকির হুসেনের। শারীরিক অসুস্থতার কারণে বাতিল হয় তাঁর অনুষ্ঠান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার তাঁকে ভর্তি করানো হল হাসপাতালে। আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জানা যাচ্ছে, গুরুতর অসুস্থ তিনি। বিশ্বজোড়া তাঁর অসংখ্য অনুরাগী। তাই উস্তাদ জ়াকির হুসেনের জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরাগীদের প্রার্থনা করতে অনুরোধ জানানো হয়েছে।
জ়াকির হুসেনের পরিবার সংবাদমাধ্যমকে তবলাবাদকের শারীরিক অসুস্থতার কথা প্রথম জানান। একটি বিবৃতিতে বলা হয়, "তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, প্রাক্তন অভিনেতা তথা উস্তাদ আল্লা রাখার পুত্র উস্তাদ জ়াকির হুসেন অসুস্থ। গুরুতর অবস্থায় তাঁকে আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিবার তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনার অনুরোধ জানিয়েছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন