কনকনে শীতে কাঁপছে গোটা বাংলা। ৯ জেলায় শৈত্য প্রবাহ। উপকূল বাদে বাকি সব জেলায় প্রায় শৈত্য প্রবাহের অনুরূপ পরিস্থিতি। বঙ্গোপসাগরে ফের দানা বাঁধছে নিম্নচাপ। বুধবার থেকে বঙ্গে কমবে শুষ্কতা। বাড়বে জলীয় বাষ্পের পরিমান। সাময়িক ছেদ পড়বে শীতের আমেজে। সোমবার পর্যন্ত তাপমাত্রায় খুব হেরফের নেই। সোমবারের পর পারদ কিছুটা উত্থানের পূর্বাভাস। সোমবারের পর দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। মঙ্গলবার বিকেল থেকে রাজ্যে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।
রাজ্যে শৈত্য প্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি রবিবার রাত পর্যন্ত। শৈত্যপ্রবাহ পশ্চিমের সাত জেলায়। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলা শৈত্য প্রবাহের কবলে। জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে। কাল সোমবার ও মঙ্গলবার কুয়াশার দাপট বাড়তে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন