বাংলাদেশে ক্রমশ ভারতবিরোধী মনোভাব বাড়ছে। এই আবহে কলকাতা দখলের হুমকি দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা। ৪ দিনের মধ্যেই তাঁরা কলকাতা দখল করে নিতে পারেন, এমনই দাবি তাঁদের। অন্যদিকে কলকাতা এবং আগরতলার পাশাপাশি সেভেন সিস্টার্স দখল করার হুমকি দিয়েছেন বাংলাদেশ তিসরাই ইনসাফ পার্টির নেতা মিনাজ প্রধান। এবার এই ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশের কিছু মানুষের উস্কানিমূলক মন্তব্যের প্রবল সমালোচনা করলেন তিনি।
সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, "আপনারা বলবেন দখল করবেন, আর আমরা বসে ললিপপ খাব, এটা ভাববেন না। আমরা অখন্ড ভারতবর্ষ। বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের সম্পর্ক নেই। আমরা যেন অন্য কোনও উস্কানিতে পা না দিই।" এর পরেই মুখ্যমন্ত্রী আরও বলেন,"অনেকে এখানে আসতে চাইছে ওপার থেকে। কিন্তু সেটা দেখছে বিএসএফ। আমরা এই নিয়ে মন্তব্য করব না। সীমান্ত কিন্তু আমাদের দেখার বিষয় নয়। সবাইকে অনুরোধ করব, এমন প্ররোচনামূলক কথা কেউ বলবেন না। বিদেশসচিব গিয়েছেন বাংলাদেশে। আমরা তাদের মিটিংয়ের ওপর নির্ভরশীল। আসুন আমরা দেখিয়ে দিই, এপার বাংলা দেখিয়ে দিক জাতীয়তাবোধ, মমত্ববোধ, স্নেহবোধ। কেউ বিচ্ছিন্ন করতে আসলে প্রতিরোধ গড়ুন। যারা বলছে দখল করবে, তাদের বলব সুস্থ থাকুন, ভাল থাকুন।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন