উত্তরসূরি বাছাইয়ের প্রশ্নে দলগত সিদ্ধান্তকে আরও গুরুত্ব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার সরাসরি অভিষেকের নাম এড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিল থেকে ডিসেম্বর, ৮ মাসে কিছুটা বদলে গেল মমতার জবাব। এপ্রিলে উত্তরসূরি প্রসঙ্গে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেন মমতা। "দল ঠিক করবে" বলেও অভিষেকের রাজনৈতিক বোধের তারিফ করেন মুখ্যমন্ত্রী। অভিষেক "দলের ডেডিকেটেড সোলজার", এপ্রিলে মমতার মুখে শোনা গিয়েছিল এ কথাও। এর পরে তিনি বলেছিলেন, "ছোটবেলা থেকে ওকে তৈরি করেছি। ইয়ং জেনারেশনকেও তো দরকার। আমি মোটামুটি তিনটে জেনারেশন তৈরি করে দিয়েছি। এটা আমার গর্ব। এই জেনারেশন যদি তৈরি করতে না পারি তাহলে আমার স্বপ্নের তৃণমূল কংগ্রেসকে কে রক্ষা করবে? আমি তো চাই আমার জোড়াফুলটা থাকবে। মা-মাটি-মানুষ স্লোগানটা থাকবে।"
যদিও উত্তরসূরী প্রসঙ্গে এখন শুধুই "দলগত সিদ্ধান্তের" কথা মমতার। মমতার উত্তরসূরি ঠিক করবে দলই। অভিষেকে ‘নীরব’ মমতা পুরোটাই ছাড়লেন দলের উপর। তবে একবারও নাম নিলেন না অভিষেকের। সঙ্গে দেন ইঙ্গিতপূর্ণ বার্তাও। এও বললেন, "যদি মনে করি আমি একাই সব, সেটা ঔদ্ধত্যের পরিচয়। আমি নয় আমরায় বিশ্বাস করি।দল যৌথ পরিবার।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন