বিরাট কোহলি নাকি আর ভারতে থাকবেন না। শীঘ্রই দেশ ছাড়ছেন এই কিংবদন্তী ক্রিকেটার। সপরিবার অন্য দেশে গিয়ে সংসার পাতবেন। কেন এই সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেটার? জানালেন তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা।
রাজকুমার জানিয়েছেন, ভারত ছেড়ে লন্ডনে সংসার পাতবেন কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মা, কন্যা ভামিকা ও পুত্র অকায়কে নিয়ে সেখানেই থাকবেন তিনি। রাজকুমার বলেন, "কোহলি লন্ডনে যাওয়ার কথা ভাবছে। খুব তাড়াতাড়ি অনুষ্কা, ভামিকা ও অকায়কে নিয়ে সেখানে চলে যাবে ও। ক্রিকেট ছাড়া বাকি সময়টা কোহলি পরিবারের সঙ্গেই কাটাতে ভালবাসে। অবসরের পরে বাকি জীবনটা ও লন্ডনে কাটাতে চায়। সেই কারণেই কোহলি এই সিদ্ধান্ত নিয়েছে।"
হঠাৎ করে কেন লন্ডনে যেতে চান কোহলি? তার জবাবে রাজকুমার জানিয়েছেন, সেখানে অনেক স্বাভাবিক ভাবে জীবন কাটাতে পারেন তিনি। সেই কারণেই এমন ভাবনা। রাজকুমার বলেন, "লন্ডনে ওর থাকতে ভাল লাগে। ওখানকার পরিবেশ ওদের ভাল লাগে। ভারতে থাকলে যে ভাবে সারা ক্ষণ ওদের নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে হয় সেটা লন্ডনে দরকার পরে না। ওখানে অনেক স্বাভাবিক ভাবে জীবন কাটাতে পারে ওরা।"
এখনও খেলা না থাকলে মাঝেমাঝেই লন্ডনে চলে যান কোহলি। তাঁর পুত্র অকায়ের জন্মও সে দেশে হয়েছে। লন্ডনের রাস্তায় পরিবারের সঙ্গে কোহলির ঘুরে-বেড়ানোর ছবি দেখা যায় সমাজমাধ্যমের পাতায়। এ বার সেই দেশেই পাকাপাকি যাওয়ার কথা ভাবছেন কোহলি। তবে কবে তিনি ভারত ছাড়বেন সে বিষয়ে কিছু বলেননি রাজকুমার।
বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনই এক দিনের ক্রিকেট থেকে কোহলি অবসর নেবেন না বলেও জানিয়েছেন রাজকুমার। এর পরে তিনি বলেন, "কোহলি এখনও ফিট। অবসরের বয়স ওর হয়নি। আমি নিশ্চিত ও আরও পাঁচ বছর খেলবে। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপে ও খেলবে। আমি ওকে ১০ বছর বয়স থেকে চিনি। তাই ও কী ভাবছে সেটা আমি জানি। ওর সঙ্গে প্রায়ই আমার কথা হয়।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন