অজি ব্যাটার স্যাম কনস্টাসকে ধাক্কা মেরে বিতর্কে জড়িয়েছেন আগেই। এভার শাস্তির খাঁড়া নেমে এল বিরাট কোহলরি উপরে। তবে মেলবোর্নের ঘটনায় বড়সড় শাস্তি এড়ালেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর ম্যাচ ফি'র ২০ শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি কোহলিকে একটি ডিমেরিট পয়েন্ট শাস্তি হিসেবে দিল আইসিসি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের রিপোর্ট অনুযায়ী ভারতীয় ক্রিকেটার আইসিসি'র আইন অনুযায়ী লেভেল ১-এর অপরাধ করেছেন।
আইসিসি এক বিবৃতি জারি করে কোহলির শাস্তি ঘোষণা করেছে। ভারতীয় ক্রিকেটার তাঁর শাস্তি মাথা পেতে নেওয়ায় এক্ষেত্রে কোনও শুনানির প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে আইসিসি'র তরফে। বিবৃতিতে বলা হয়েছে, "কোনও ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা অন্য কোনও ব্যক্তিকে ধাক্কা দেওয়ার অর্থ আইসিসি'র কোড অফ কন্ডাক্টের ২.১২ ধারা লঙ্ঘন করা।" দুই অন-ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন ও মাইকেল গফ, থার্ড-আম্পায়ার শারফুদ্দৌলা ইবনে শাহিদ এবং ফোর্থ আম্পায়ার শন ক্রেগ কোহলিকে সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত করেছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন