একটা সময় বিনোদ কাম্বলিকেও ভাবা হত ভারতের ভবিষ্যৎ কিংবদন্তি ক্রিকেটার হিসেবে। কিন্তু তা আর হতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। কিছু দিন আগে কাম্বলিকে দেখা গিয়েছিল কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকরও। সচিনের সঙ্গে কাম্বলির কথা বলার ছবি ও ভিডিও দেখে আঁতকে উঠেছেন ক্রিকেট ভক্তদের অনেকেই। সকলের একটাই প্রশ্ন, এ কী অবস্থা কাম্বলির? মদ্যপান, বেহিসাবী জীবন, তাতেই তাঁর সঞ্চিত সমস্ত অর্থ শেষ। এখন বোর্ডের দেওয়া মাসিক ৩০ হাজার টাকায় চলে বিনোদ কাম্বলির জীবন। তবে একটা সময় কয়েক কোটি টাকার মালিক ছিলেন তিনি। নোয়েলা লুইসের সঙ্গে বিয়ের পর কাম্বলি প্রাক্তন মডেল অ্যান্ড্রিয়া হিউইটের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এই ঘটনা জানাজানি হতেই বিয়ে ভাঙে তাঁর। এর পর কাম্বলি অ্যান্ড্রিয়া হিউইটকে বিয়ে করেন। ২০১০ সালে তাঁদের একটি পুত্র সন্তান হয়। তবে এই বিয়েও তাঁকে ভাল রাখতে পারেনি। সচিনের সঙ্গে জুটি বেঁধে একটা সময় স্কুল ক্রিকেটে রেকর্ড রান করেছিলেন কাম্বলি। তার পর টেস্টে ডাবল সেঞ্চুরি। প্রতিভাবান হিসেবে উত্থান হয়েছিল তাঁর। তবে ভারতীয় ক্রিকেট থেকে হারিয়েও যান খুব তাড়াতাড়ি। একটা সময় বিভিন্ন ব্র্যান্ড তাঁকে বিজ্ঞাপনে নেওয়ার জন্য মুখিয়ে থাকত। কয়েক বছর আগেও কাম্বলির আর্থিক অবস্থা এতটা খারাপ ছিল না। তবে এখন তাঁর কাছে চিকিৎসা করানোর মতো টাকাও নেই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন