বিনোদ কাম্বলির শারীরীক পরিস্থিতি নিয়ে নানা চিন্তা ছিলই। কিছুদিন আগেই মুম্বই একটি অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন। তাতেও কেমন একটা অসংলগ্ন দেখাচ্ছিল বিনোদ কাম্বলিকে।
দীর্ঘ দিন ধরেই অসুস্থ এই ভারতীয় প্রাক্তন ক্রিকেটার। এর আগেও নানা ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল, যেখানে ভারতের এই প্রাক্তন ক্রিকেটার ভালো ভাবে হাঁটতে অবধি পারছিলেন না। পরিস্থিতি এতটাই গুরুতর যে হাসপাতালে ভর্তি করাতে হল সচিনের বাল্যবন্ধু তথা ক্রিকেট সতীর্থ। সংবাদ সংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, বিনোদ কাম্বলিকে মুম্বইয়ের থানে অঞ্চলের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৫২ বছরের বিনোদ কাম্বলিকে। তাদের খবর অনুযায়ী, ভর্তির সময় পরিস্থিতি গুরুতর হলেও আপাতত স্থিতিশীল অবস্থা বিনোদ কাম্বলির। তাঁর আর্থিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ সময় ধরেই লড়াই চলছে। বোর্ডের থেকে পাওয়া মাসিক ৩০ হাজার টাকার পেনশনে দিন গুজরান দায়। তবে অতীতেও চিকিৎসার প্রয়োজনে বাল্যবন্ধু সচিন তেন্ডুলকর আর্থিক ভাবে সহযোগিতা করেছিলেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন