নিয়োগ মামলায় জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'। শুক্রবার কলকাতা হাই কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে বলে জানা গিয়েছে। 'কালীঘাটের কাকু'কে 'শোন অ্যারেস্ট'করতে চেয়ে আদালতে আবেদন করেছিল সিবিআই। এখনও তা করা যায়নি। নভেম্বর তৃতীয় সপ্তাহ থেকে সুজয়ের বিরুদ্ধে চারটি প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। কিন্তু তিনি হাজিরা দেননি অসুস্থতার কারণে।
শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তিনটি শর্তে জামিন দিয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে।
১. পাসপোর্ট জমা রাখতে হবে।
২. নথি নষ্ট করা যাবে না।
৩. একটা মোবাইল নম্বর আদালতের কাছে রাখতে হবে। ওই মোবাইল নম্বর আদালতের অনুমতি ছাড়া পরিবর্তন করা যাবে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন