ফুটবলে ফের ভারতসেরা বাংলা। প্রায় ছ'বছর পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন। এই নিয়ে ৩৩ বার এই ভারত সেরার ট্রফি এল বাংলায়। ২০১৭-১৮ এবং ২০২১-২২ মরসুমে সন্তোষ ট্রফি ফাইনালে কেরলের কাছে হেরে গিয়েছিল বাংলা। দু'বারই টাইব্রেকারে হারতে হয় বাংলাকে। এ বার সেই কেরলকে হারিয়েই ৩৩তম বার চ্যাম্পিয়ন হল সঞ্জয় সেনের দল। ২০১৬-১৭ মরসুমের পর আবার ফুটবলে জাতীয় চ্যাম্পিয়ন হল বাংলা। কোভিডের জন্য দু'বছর প্রতিযোগিতা হয়নি। সেই হিসাবে ছ'বছর পর চ্যাম্পিয়ন বাংলা। মঙ্গলবার ফাইনালে কেরলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল বাংলা। সঞ্জয়ের দলের পক্ষে একমাত্র গোলটি ৯০+৪ মিনিটে রবি হাঁসদার। প্রতিযোগিতায় ১২টি গোল করে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন