তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন প্রত্যাহার করল সিপিএম নেতৃত্ব। মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগের দলীয় তদন্ত শেষে আলিমুদ্দিনের তরফে ক্লিনচিট পেলেন তিনি। শনিবার উত্তর ২৪ পরগনার জেলা গ্রুপে এই বার্তা দিয়েছেন সিপিএম জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী।
জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপে মৃণালবাবু লিখেছেন, 'গতকাল রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আমাদের জানিয়েছেন, আমাদের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড তন্ময় ভট্টাচার্যকে তদন্ত সাপেক্ষে যে সাসপেন্ড করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ এখন থেকে তন্ময় ভট্টাচার্য পার্টির স্বাভাবিক কাজকর্মে অংশগ্রহণ করতে পারবেন।' দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তন্ময় বলেন,'আমি আগেই জানিয়ে ছিলাম, এটা পরিকল্পিত কুৎসা। তবে এটা আমার আক্ষেপ যে ঘটনাটা এমন সময় ঘটল যখন আমার পার্টির একাধিক সম্মেলন চলছে।এমনকী, আমার দায়িত্বপ্রাপ্ত এলাকার সম্মেলনও যোগ দিতে পারিনি।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন