কখনও মমতার মুখে আবার কখনও দিলীপ ঘোষের মুখে, এবার সিপিএমের প্রশংসা খোদ সুকান্তর গলায়। এর পাশাপাশি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কড়া আক্রমণ করেন তৃণমূলকে। প্রসঙ্গত, সাম্প্রতিককালে একাধিকবার মমতার মুখে শোনা গিয়েছে বামেদের প্রশংসা। একুশের বিধানসভা ভোটের পর প্রকাশ্যেই বলেছিলেন, বামেরা বিজেপির থেকে ভাল। তিনি চাননি বাম-কংগ্রেস জোট শূন্য আসন পাক। তিনি বলেছিলেন,"বিজেপির পরিবর্তে বাকি আসনগুলি যদি বাম কংগ্রেস জোটের সংযুক্ত মোর্চা জিতত তাহলে ভাল হত।" এখন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, "তৃণমূলের কোনও লক্ষ্য নেই। সিপিআইএমের সঙ্গে আমাদের বিরোধ আছে। সমালোচনা করি। কিন্তু, তাদের একটা আদর্শ আছে। লক্ষ্য আছে। কিন্তু তৃণমূলের কিছু নেই। সিপিএমকে সরানোর লক্ষ্য ছিল। কিন্তু তারপরে কী ওরা জানে না!" শুধু কী সুকান্ত! কিছুদিন আগে বাম ব্রিগেড থেকে আসা বিজেপি কর্মীদের হয়ে ব্যাট ধরতে দেখা যায় সুকান্তর পূর্বসূরীকে। সম্প্রতি প্রায়শই নিজের দলেরই 'সমালোচনা' করতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। কয়েকদিন আগে তো কেন, কী জন্য দলের 'বাড়তি মেদ' ঝরানোর প্রয়োজন রয়েছে সেই পরামর্শ দিতে দেখা যায় বরিষ্ঠ বিজেপি নেতাকে। তাঁর সাফ কথা, বাইরে থেকে আসা নেতাদের উপযোগিতা, কাজে লাগাতে হবে। তাঁদেরকে যোগ্য জায়গায় দিতে হবে। না হলে তাঁদেরকে বাদ দিতে হবে। আর তা না হলে মেদ বাড়বে। এ কথা বলতে গিয়েই সিপিএম কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় দিলীপকে। বলেন, "সিপিএম থেকেও অনেক বেশি লোক এসেছে। তবে এটা বলব সিপিএমের লোকদের নিয়ে কোনও সমস্যা নেই। তাঁরা অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন