জামিনের সুযোগ হারিয়েছিলেন আগেই। এবার গ্রেফতার হলেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করল সিবিআই। সংশোধনাগার থেকেই তাকে শ্যোন অ্যারেস্ট করল সিবিআই। আজ, মঙ্গলবার আদালতে ভার্চুয়ালি হাজিরা দেন কালীঘাটের কাকু গ্রেফতারের পর জামিনের আবেদন করেছেন সুজয়ের আইনজীবীর। অন্যদিকে, নিজেদের হেফাজতে চেয়ে আবেদন সিবিআইয়ে। মামলায় শুনানি চলছে।
সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী আদালতে বলেন, "ওনাকে আটকে রাখতেই এখন এসে গ্রেফতার করতে চাইছে সিবিআই। ২৫ নভেম্বর ইডি মামলায় হাইকোর্টে জামিনের আবেদনের শুনানি শেষ হয়েছে। তারপরই সিবিআই শ্যোন অ্যারেস্ট করতে চেয়েছে। তাতে বোঝা যাচ্ছে ওনাকে আটকে রাখতেই হেফাজতে চাইছে। ৬৩ বছরের বৃদ্ধ। অসুস্থ। ওনার বাড়িতে এর আগে অভিযান চলেছে। জিজ্ঞাসাবাদ হয়েছে। আগেও অ্যরেস্ট করতে পারত। যেকোনও শর্তে জামিন দেওয়া হোক।"
এর পরে সিবিআইয়ের আইনজীবী আদালতে জামিনের বিরুদ্ধে বলেন, "সুজয় কৃষ্ণ ভদ্র দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিতে যোগ রয়েছে। তদন্তের প্রয়োজনে তল্লাশি চালানো হয়েছিল। তলব করা হয়েছিল। নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সব নথি খতিয়ে দেখেই এখন তদন্তের প্রয়োজনে সুজয়কে হেফাজতে নেওয়া প্রয়োজন রয়েছে। সুজয়, শান্তনু, কুন্তল এরা অযোগ্য চাকরি প্রার্থীদের কাছে থেকে ঘুষ নিয়েছে। টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে তালিকা পাঠিয়ে তাদের চাকরির ব্যবস্থা করা করেছে সুজয় ভদ্র। আমরা হেফাজতে চাইছি কারণ তদন্তের এই পর্বে এগোতে তাকে হেফাজত নেওয়া দরকার। তদন্তে যে নতুন তথ্য যা এসেছে তা এক্সজামিন করার জন্য কাস্টডি দরকার।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন