কংগ্রেসের ডাকা ইন্ডিয়া জোটের মিছিলে যোগ দিল না তৃণমূলের সাংসদরা। বিজয় চক থেকে সংসদ ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিলে যোগ দিল না ঘাসফুল শিবির। উল্টে আম্বেদকর মূর্তির নীচে আলাদা কর্মসূচি পালন তৃণমূল কংগ্রেসের। আর সেখান থেকেই দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার। মূলত, ইন্ডিয়া জোটের মিছিলের ব্যাপারে আগাম না জানানোর কারণেই সেখানে যোগ দিল না বলে দাবি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। এমনকী, গতকাল সংসদ চত্বরে তৈরি হয় গন্ডগোলের জন্য কংগ্রেসকেই দায়ী করলেন তৃণমূল সাংসদ। এদিন তিনি বলেন, 'সংসদ চত্বরে কংগ্রেস-বিজেপির মধ্যে ঘটা এই উত্তেজনাকে কোনওভাবেই গ্রহণ করেনি সাধারণ মানুষ। তা-ই সংঘর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের মতো আলাদাভাবে প্রতিবাদের পথে নেমেছি আমরা।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন