২৬০০০ চাকরি বাতিল মামলায় নয়া মোড়। এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলায় আরও প্রায় ১০০টি আবেদন জমা পড়েছে বলে জানা গিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ওই আবেদনগুলি করা হয়েছে দেশের শীর্ষ আদালতে।
সুপ্রিম কোর্টে আগামী বৃহস্পতিবার ওই মামলাগুলি একযোগে শুনানির তালিকায় আসতে পারে। ৭ জানুয়ারি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে চাকরি বাতিল সংক্রান্ত মূল মামলাটির শুনানির রয়েছে। মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের অনুমান, এই ১০০ আবেদন তালিকায় থাকলেও শুনানি হওয়ার সম্ভবনা খুব কম। মূল মামলার সঙ্গে জুড়ে ওই আবেদনগুলি পরে শুনতে পারে শীর্ষ আদালত।
হাইকোর্টের ২৬ হাজার চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সুদীপ পোড়েল-সহ ৯৩ জন। তাঁদের যুক্তি, হাইকোর্টের চাকরি বাতিল নিয়ে রায়ের বিরুদ্ধ যুক্তি বা বক্তব্য তাঁদের থেকেও শোনা হোক। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, বিশাল সংখ্যক চাকরি বাতিল নিয়ে এর আগে প্রচুর আবেদন জমা পড়েছে। এখন আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে হাজারের কাছাকাছি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন