কোনও রকম বিশৃঙ্খলা বরদাস্ত করতে চাইছে না আইসিসি। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে ঝামেলায় জড়িয়েছেন মহম্মদ সিরাজ ও ট্রেভিস হেড। দুই ক্রিকেটারকরেই সমান দোষী মনে করছে আইসিসি। শাস্তি হতে পারে তাঁদের দু জনের। সোমবার আইসিসির শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরেই এই বিতর্কিত বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করবে তারা।
অ্যাডিলেডে টেস্টের দ্বিতীয় দিন ১৪০ রানের মাথায় হেডকে বোল্ড করেন সিরাজ। তার পরে উত্তেজিত অঙ্গভঙ্গি করেন তিনি।
এই বিতর্কের রেশ এখনও কমেনি। হেড দাবি করেছিলেন, তিনি সিরাজকে খারাপ কিছু বলেননি। বলেছিলেন,"ভাল বল করেছ।" কিন্তু সিরাজ তা বুঝতে পারেননি। তৃতীয় দিনের খেলা শুরুর আগে সেই বিতর্কে ঘি ঢালেন সিরাজ। হরভজন সিংহের সঙ্গে আলোচনার মাঝে ভারতীয় পেসার জানিয়ে দেন যে হেড অসত্য বলছেন। এই বিতর্কের মাঝে সিরাজের পাশে দাঁড়িয়েছেন রোহিত। তিনি জানিয়ে দিয়েছেন, ক্রিকেটে এই ধরনের ঘটনা দেখা যায়। সিরাজ কাউকে অসম্মান করেননি। ফলে তাঁর দায়িত্ব সিরাজের পাশে থাকা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন