গুরুত্বপূর্ণ বক্সিং ডে টেস্টে ভারতীয় দল ফিরতে পারে পুরনো ফর্মুলায়। সূত্রের খবর, শেষ দুই টেস্টে ৬ নম্বরে খেলে বিফল হওয়ার পর মেলবোর্নে ফের ওপেনিংয়ে ফিরতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। এর পাশাপাশি দলে একাধিক বদল আসার সম্ভাবনা রয়েছে। সন্তান জন্মের জন্য বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে ছিলেন না রোহিত। তাঁর জায়গায় ওপেন করতে এসে দুর্দান্ত ইনিংস খেলেন কে এল রাহুল। প্রথম টেস্টে বেশ ঝকঝকে মনে হয়েছিল রাহুল-জয়সওয়াল জুটিকে। ফলে রোহিত ফেরার পরও সেই ওপেনিং জুটিতে আর হস্তক্ষেপ করা হয়নি। রোহিত ওপেনিং স্লটে ফেরেননি। তিনি অ্যাডিলেড এবং ব্রিসবেনে ব্যাট করতে নামেন ৬ নম্বরে। কিন্তু দুই টেস্টেই চূড়ান্ত ব্যর্থ হন ভারত অধিনায়ক। শোনা যাচ্ছে, মেলবোর্নে তিনি ফিরছেন পছন্দের ওপেনিং স্লটে। টিম ম্যানেজমেন্ট মনে করছে, রোহিতকে ৬ নম্বরে ব্যাট করানো অর্থহীন। রোহিত ওপেন করতে এলে ফের ওপেনিং স্লট ছাড়তে হবে কেএল রাহুলকে। অবশ্য রাহুলকে খুব একটা নিচে ব্যাট করতে হবে না। তাঁকে পাঠানো হতে পারে ৩ নম্বরে। ৩ নম্বরে আবার খেলেন শুভমান গিল। কিন্তু সাম্প্রতিক অতীতে বিদেশের মাটিতে গিলের ফর্ম একেবারেই পাতে দেওয়ার মতো নয়। ২০২১ সালের পর বিদেশের মাটিতে টেস্টে হাফ সেঞ্চুরিও নেই ভারতীয় দলের উদীয়মান তারকার। সেক্ষেত্রে মেলবোর্নে আদৌ গিল প্রথম একাদশে থাকবেন কিনা তা নিয়ে সংশয় আছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন