রোহিত শর্মা আছেন নিজের মেজাজেই। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও মেজাজ হারালেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এক সতীর্থ বল ফস্কাতেই তাঁর পিঠে কিল মেরে বসলেন রোহিত।অস্ট্রেলিয়া সফরে যাওয়া ভারতীয় দলে রয়েছেন তিন জন উইকেটরক্ষক। ঋষভ পন্থ, লোকেশ রাহুল এবং ধ্রব জুরেল। তবু প্রস্তুতি ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়া হয় সরফরাজ খানকে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের ইনিংসের ২৩তম ওভারে বোলার ছিলেন হর্ষিত রানা। ওভারের পঞ্চম বলে পুল করার চেষ্টা করেও ব্যর্থ হন অলিভার ডেভিস। বল চলে যায় উইকেটরক্ষক সরফরাজের কাছে। বলের উচ্চতা একটু বেশি ছিল। যদিও কঠিন ছিল না। সরফরাজের হাত বলের কাছে পৌঁছলেও ধরতে পারেননি। তরুণ ব্যাটার বল ফস্কাতেই বিরক্ত হন রোহিত। সকলকে অবাক করে তরুণ সতীর্থের পিঠে কিল মেরে বসেন। এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সরফরাজ বল ফস্কানোয় রোহিত যে খুব রেগে গিয়েছিলেন তা নয়। তিনি আসলে খানিকটা রসিকতা করেই কিল মারেন। স্লিপে ফিল্ডিং করলেও এমন উচ্চতায় ক্যাচ ধরতে হতে পারে। সম্ভবত সে কারণেই রোহিত কিছুটা বিরক্ত হন সরফরাজের উপর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন