মেলবোর্নে ভারতের লজ্জার হারের সঙ্গে সঙ্গেই সম্ভবত অধিনায়ক রোহিত শর্মার ভাগ্য মোটামুটি নির্ধারণও হয়ে গেল। সম্ভবত সিডনিতেই শেষ টেস্ট খেলতে চলেছেন ভারত অধিনায়ক। রোহিত নিজেও অবসরের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলেই খবর পাওয়া গিয়েছে।
‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’-তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, রোহিতের ইচ্ছে ছিল কোনওভাবে দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে সেই ম্যাচ খেলে অবসর নেওয়া। তাঁর জন্য নির্বাচকদের সঙ্গেও কথা বলার ভাবনা ছিল রোহিতের। কিন্তু মেলবোর্নে হারের পর এবং দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই ফাইনালে জায়গা করে নেওয়ায় রোহিতের সেই ইচ্ছে অপূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল। ফলে সিডনিতেই হয়তো শেষ টেস্ট খেলবেন ভারত অধিনায়ক।
রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া শেষ ৬টি টেস্টের একটিতেও জেতেনি৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয় ভারত৷ অস্ট্রেলিয়া সফরে গিয়ে পার্থ টেস্টে ভারত জিতলেও সেই ম্যাচে নেতৃত্ব দেন জশপ্রীত বুমরাহ। এর পরের তিনটি টেস্টের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টেস্টে হেরেছে ভারত, ড্র হয়েছে একটি টেস্ট। তার উপর সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ভাবে ব্যর্থ রোহিত। ব্যতিক্রম হয়নি মেলবোর্ন টেস্টেও।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন