প্রাক্তন সিপিএম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিল তৃণমূল। জহর সরকারের বদলে রাজ্যসভার ওই আসনটিতে ঋতব্রতর নাম ঘোষণা করল দল। বর্তমানে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি পদে রয়েছেন ঋতব্রত। এদিন সোশাল মিডিয়ায় এই খবর জানিয়ে তাঁকে শুভেচ্ছাবার্তা দেওয়া হয়েছে দলের তরফে। পালটা সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে ঋতব্রত জানান, নেত্রীর চরণে প্রণাম। আগামী ২০ ডিসেম্বর রাজ্যসভা নির্বাচন। বাংলায় একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল। মাস কয়েক আগে রাজ্যসভায় এই পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন আইএএস জহর সরকার। আর জি করের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি রাজ্য়সভার সাংসদ পদ ছাড়ার কথা জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার পর দিল্লি গিয়ে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইস্তফাপত্র জমা দেন। সেই পদটি ফাঁকা হয়ে যাওয়ায় গুঞ্জন চলছিল, জহর সরকারের জায়গায় কাকে পাঠানো হবে সংসদের উচ্চকক্ষে। শনিবার সেই জল্পনার অবসান ঘটল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন