তিন মাসের জন্য ফের পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। নতুন বেঞ্চ তৈরির পর মঙ্গলবার শীর্ষ আদালতে এই মামলার শুনানির পর, পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় আগামী ১৭ মার্চ। এদিন মামলার শুরুতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, "প্রচুর আবেদন জমা পড়েছে। সব আবেদনের শুনানি করতে গেলে অনেক সময় লাগবে। শুধুমাত্র আর্জি এবং প্রয়োজনীয় তথ্য দিন।" সেইমতো সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেন আদালতে। নিম্ন আদালতের মামলা কোন অবস্থায় রয়েছে সেটাও জানতে চান প্রধান বিচারপতি। এর পাশাপাশি আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে কি না, তা জানতে চান প্রধান বিচারপতি। তুষার মেহেতা বলেন, অন্য কোর্টে এই বিষয়ে মামলা চলছে। এর পাশাপাশি রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, "দুই অভিযুক্ত সরকারি পদে কাজ করেছিলেন। তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাজ্যের অনুমতি প্রয়োজন। কিন্তু রাজ্যের অনুমতি পাওয়া যাচ্ছে না।" যদিও সিবিআইয়ের দাবি মানেননি রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, ‘আমাদের কাছে এমন কোনও তথ্য নেই।"
এছাড়া মঙ্গলবার আদালতে দ্রুত বিচারের আর্জি জানান নির্যাতিতার পরিবারের আইনজীবী। এর প্রেক্ষিতে বিচারপতি বলেন,"ছুটির দিন ছাড়া প্রতি দিনই ট্রায়াল হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে ট্রায়াল শেষ হয়ে যেতে পারে।" একইসঙ্গে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন, "ওই সংক্রান্ত মামলাটি হাই কোর্টে বিচারাধীন রয়েছে। তাই ওই আবেদনটির শুনানি হবে না।" এর পরই শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ মার্চ হবে বলে জানিয়ে দেন প্রধান বিচারপতি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন