শুক্রবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং শহরতলিতে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বৃষ্টি হচ্ছে। শনিবার সকালেও আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দিনভর বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। এর জেরে এক ধাক্কায় তাপমাত্রার পারদ চড়েছে বেশ খানিকটা।
শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকালে ১৯.২ ডিগ্রির পর আর পারদ নামেনি। অর্থাৎ, পর পর দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রায় ফারাক প্রায় চার ডিগ্রি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না দক্ষিণবঙ্গে। তার পর আবার পারদ কিছুটা নামতে পারে।
শনিবার কলকাতা ছাড়াও বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বাকি জেলায় অবশ্য আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। তবে প্রায় সব জেলাতেই কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন