মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা। কিন্তু তার আগে রাজ্যের মন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা ছিল তাঁদের। সূত্রের খবর, তবে সেই মিটিংয়েও কাটল না জট। সেই কারণে আগামিকাল থেকে ধর্মঘটে অনড় আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকরা। আর ধর্মঘট যদি চলে তবে কি আলুর দাম বাড়বে?এ দিন, মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে আলু ব্যবসায়ীদের বৈঠক ছিল। সূত্রের খবর, ব্যবসায়ীরা বলেছেন তাঁদের কাছে প্রচুর অনুন্নত আলু রয়েছে। এই ধরনের আলু এ রাজ্যে ব্যবহার না হলেও, সেই আলুগুলি অন্য রাজ্যে রপ্তানি করলে তারা তা ব্যবহার করতে পারবেন। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হবেন। কিছু রোজগারও হবে। যদিও, মন্ত্রীর তরফে বার্তা দেওয়া হয়েছে এ রাজ্যের নীতি ব্যবসায়ীদের মেনে চলতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন