২৬-এর ভোটের আগে পাহাড়ে আর কোনও অস্তিত্ব রইলো না হামরো পার্টির। গতকাল, শনিবারই হামরো পার্টি ভেঙে দেন প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড। এবার তিনি যোগ দিলেন দার্জিলিংয়ের নতুন দল ইণ্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টে। হামরো পার্টির অজয় এডওয়ার্ডের পাশাপাশি অন্যান্য দল থেকে আরও একাধিক নেতানেত্রীরা যোগ দিলেন এই নতুন দলে।
অজয় এডওয়ার্ড (হামরো পার্টি), এনবি খাওয়াশ (পার্বত্য তৃণমূল), প্রদীপ প্রধান (প্রাক্তন চেয়ারম্যান, জিটিএ), কাজিমান লোহাগাঁও (প্রাক্তন সভাসদ, জিটিএ), প্রকাশ গুরুং (প্রাক্তন সভাসদ, জিটিএ), যোগেন্দ্র রাই (প্রাক্তন সভাসদ, জিটিএ), মহেন্দ্র ছেত্রী (প্রাক্তন সাধারন সম্পাদক, জিএনএলএফ-এর মতো নেতারা রবিবার যোগ দিলেন নতুন দলে। এর পাশাপাশি বিজিপিএম, পার্বত্য বিজেপি, জিএনএলএফ, গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে একাধীক নেতা, কর্মী যোগ দেন নয়া পার্টিতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন