দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবীন্দ কেজরিবাল ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপ সরকার এলে পুরোহিত ও গুরুদ্বারের গ্রন্থিদের আঠারো হাজার টাকার ভাতা দেওয়া হবে। সেই আঁচ এবার কি বাংলাতেও! এ রাজ্যেও ভাতা বাড়ানোর দাবি করা হয়েছে। সরব হয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা। অপরদিকে, নাখোদা মসজিদের ইমাম আবার তাঁদের জন্য কুড়ি হাজার টাকা ভাতা চাইলেন। ভাতা বাড়ুক চাইছেন পুরোহিতরাও। ফুরফুরা শরীফের পীরজাদা ইব্রাহিম সিদ্দিকি বলেন, "কেজরীবাল ভাল কাজ করেছেন। বাংলায় এটা হবে না কেন? এখানে পুরোহিতরা আছেন, ইমাম, মোয়াজ্জেমরা আছেন। এখানেও ভাতা বাড়ানো উচিত। আমাদের বলার আগেই তো এই ভাতা বাড়ানো উচিত ছিল। এখন এই মূল্যবৃদ্ধির বাজারে কীভাবে চলবে? তাই আমি আশা করি মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ভাতা, ইমাম ভাতা,মোয়াজ্জেম ভাতা বাড়াবেন। আমি দাবি করছি এই ভাতা বাড়ানো হোক।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন